ফেনী :
ফেনী সদর উপজেলার কালিদহে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত। মঙ্গলবার সিলোনীয়া পাঠান বাড়ি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, সারাদেশের মত ফেনীতেও ব্যাপক হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে অাবারো অা’লীগ তথা শেখ হাসিনাকে ক্ষমতায় অানতে হবে।
কালিদহ ইউনিয়নের চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম, ফেনী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আবু সুফিয়ান।
ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ উদ্দিন খোন্দকার’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লায়লা জেসমিন বড়মনি, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম রুনা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার, পাঁছগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন টিপু, কাজিরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহাম্মদ সোহাগ, শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম, ধর্মপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাকা, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহাম্মদ মুন্সি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য দেলোয়ার হোসেন ডালিম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জেলা ছাত্রলীগ সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুদর শুক্কুর মানিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যাক মহিলাকর্মী উপস্থিত ছিলেন।