ফেনী প্রতিনিধি :
ফেনীতে আজ ( ২৩ জানুয়ারি, ২০১৮) জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার আসামী নুরুদ্দিন মিয়াসহ মোট পাঁচজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, পাঠানবাড়ির দারোগাবাড়ি নামক স্থানে ৮ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়েন ওমর ফারুক (২৩)। আদালত ওমর ফারুককে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় রেল স্টেশনে অভিযান পরিচালনা করার সময় গাঁজা সেবনের দায়ে ছয় মাস করে কারাদন্ডাদেশ দেওয়া হয় গোলাম হোসেন (৩০), জামাল মিয়া (২২), গোলাপ হোসেন (৩৫) কে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৫০ গ্রাম গাঁজা।
অভিযান পরিচালনা করা হয় একাডেমী এলাকার বনানী পাড়ায়। এ সময় একটি মেডিসিন গ্যালারি নামক ফার্মেসীতে থাকা অবস্থান করার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ডান হাত থেকে টিস্যু পেপার ফেলে দেন নুরুদ্দিন মিয়া। টিস্যু পেপারের ভিতর থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা। আদালত নুরুদ্দিন মিয়াকে (৩৪) ১ বছরের বিনাশ্রম কারাদন্ড করে। নুরুদ্দিন মিয়া ২০১৪ সালে ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান হত্যা মামলার ১৮ নম্বর আসামি।
অভিযানে মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো: ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন