দক্ষিণ সুনামগঞ্জে চোরাইকৃত ৫ ভরি স্বর্ণ উদ্ধার :  গ্রেফতার ৫★ বাংলারদর্পন

 

মো. নাইম তালুকদার : :সুনামগঞ্জ

 

 

দক্ষিণ সুনামগঞ্জে ৫ ভরি ১৩ আনা ২ রতি স্বর্ণালংকার উদ্ধার ২ ডাকাত সর্দার জুয়েলার্সের মালিক সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সর্দার ছাতক উপজেলার কচুয়ার গাঁও গ্রামের মৃত আছির আলীর ছেলে লিলু মিয়া, চৌকা গ্রামের মৃত হাফেজ জমির আলীর ছেলে হেলাল, দিরাই থানাধীন দিরাই বাজারের আমিন জুয়েলার্সের মালিক মুজাহর আলী সর্দরের ছেলে জুয়েল মিয়া সর্দার অরপে সুমন ও তাহার ভাই রাসেল সর্দার,কর্মচারী নিরঞ্জন পালের ছেলে আকাশ পাল। পুলিশ সূত্রে জানা যায়: বিগত ১৪ জানুয়ারী পাথারিয়া ইউনিয়নের নগর গ্রামের আব্দুল রউফের বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়। পরদিন আব্দুর রউফ বাদী হয়ে থানায় মামল দায়ের করেন। সেই মামলার সূত্রানুযায়ী রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এএস আই জাকির হোসেন ও এএসআই রিমন খাঁন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভমভমি বাজার থেকে ডাকাত সর্দার লিলু ও হেলালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সময় তারা ডাকাতির কথা স্বীকার করে ও দিরাই আমিন জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করেছে বলে। তাদের কথানুযায়ী পরদিন সোমবার আমিন জুয়েলার্স থেকে স্বর্ণ উদ্ধার করা হয় এবং এই সময় আমিন জুয়েলার্সের মালিক তাহার ভাই ও কর্মচারীকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাদেরকেরকে আদালতে চালান করা হবে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *