মো. নাইম তালুকদার : দক্ষিণ সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী জামলাবাজ ব্রীজে বরিশাল থেকে কাজ করতে আসা এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার দেড় টায় নোয়াখালী জামলাবাজ ব্রীজের কাজ শুরু করার সময় কেরাসিনের ড্রামের মুখ বন্ধি করতে গিয়ে ড্রামে হাওয়া স্তব্ধ হয়ে বিস্ফোরণ ঘটে যুবক শ্রমিক গুরুতর আহত হয়। পরে তার সংঙ্গীয় শ্রমিক ও এলাকার কয়েকজন সুনামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে যান । আশংকা জনক অবেস্হায় তাকে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেণ। সিলেটে যাওয়ার পথে রাত পৌণে ০৭ ঘটিকায় সে রাস্তায় মৃত্যুবরণ করে। নিহত শ্রমিকের নাম মো.ফরিদুল ইসলাম, (২৮) সে বরিশাল বিভাগের বাসিন্দা।