মােস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহের মহেশপুর নৈশ কােচ থেকে ডাকাতি হওয়া ৪৭পিস সােনার বারের মধ্যে ৩০ পিচ সােনার বার কােটচাঁদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ২ জনকে। আটককৃতরা হলাে-কােটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে হারুন অর রশিদ ওরফে মিলন (২৮) ও একই উপজেলার পােষ্ট অফিস পাড়া এলাকার ডাক্তার আবুল কাশেমের ছেলে আশরাফুল আলম ওরফে পটলা (৪৭)। ১৯.০১.২০১৮ ইং শুক্রবার ভােরে কােটচাঁদপুর থেকে এ সােনার বার উদ্ধার করা হয়।