নায়িকা পপির বিরুদ্ধে প্রতারণার মামলা

বাংলার দর্পন বিনোদন ডেস্ক- একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপির বিরুদ্ধে সিএমএম আদালতে প্রতারণার মামলা হয়েছে। নতুন একটি ছবির পারিশ্রমিক নিয়ে পপি কাজ করেননি- এমন অভিযোগে যুক্তরাষ্ট্র প্রবাসী পরিচালক ও প্রযোজক জসীম উদ্দিন মামলাটি করেন। ৪০৬/৪২০ ধারায় মামলটি হয়েছে গত ২২ ডিসেম্বর

মামলার অভিযোগে বলা হয়, ‘চিত্রনায়িকা পপি ‘দি আমেরিকান ড্রীম’ ছবিতে অভিনয়ের জন্য ১/১০/২০১৫ তারিখে চুক্তিবদ্ধ হয়ে দু’লক্ষ টাকা গ্রহণ করেন। কিন্তু ছবিটির শুটিংয়ের সিডিউল চেয়ে পপির সঙ্গে বারবার যোগাযোগ করা হলে পপি সিডিউল দেননি এবং যোগাযোগও করেননি। এমনকি তার কাছ থেকে চুক্তিবদ্ধ অর্থ ফেরত চেয়ে পপিকে উকিল নোটিশ পাঠানো হলে, তিনি ফেরত দিতে অস্বীকৃতি জানান।’

পরিচালক জসীম উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে মামলাটির আম-মোক্তার ‘সিন সিনারি প্রডাকশন’-এর জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান ভুঁইয়া। মামলায় বাদি পক্ষের আইনজীবী হিসেবে আছেন গোলাম সাবের চৌধুরী।

এ বিষয়ে পপির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পপির সিডিউল না পেয়ে চলতি বছর তাকে ছাড়াই ছবিটির শুটিং শুরু হয়। শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক সাইমন, চিত্রনায়িকা আইরিন, নবাগত নায়িকা সূচনা আজাদ ছাড়াও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *