সোনাগাজীতে ডাকাত, মাদক বিক্রেতা সহ গ্রেফতার ৭ ★বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার রাতে সাজাপ্রাপ্ত, ডাকাত ও মাদক বিক্রেতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ একটি দোনলা বন্দুক,২রাউন্ড গুলি ও ২শ পিস ইয়াবা উদ্ধার করে।

পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রাম থেকে ডাকাতি প্রস্তুতিকালে মো: ইসমাঈল (৩০), মো: মামুন (২৭) ও মো: শিপন (২৫) নামের তিন যুবককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

একইদিন সন্ধ্যায় উপজেলার নবাবপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বিয়ে অনুষ্ঠান থেকে ২০০৭ সালের চেক প্রতারণার এক মামলায় দুই বছর একমাসের সাজাপ্রাপ্ত আসামী  সুনীল সরকার (৪৮) কে গ্রেফতার করে পুলিশ।

একইদিন রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের মনগাজী বাজার এলাকা থেকে মাদক বিক্রিকালে মাহমুদুল হক গবি (৪৫) ও ইসমাঈল হাসেনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নীল রঙয়ের পলিথিনে মোড়ানো একটি ব্যাগ থেকে ২শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। ওই রাতে চর ছান্দিয়া গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ডাকাত সদস্য সিরাজকে আটক করে পুলিশ। পরে স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে একটি দোনালা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো: মোয়াজ্জেম হোসেন বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ছয়জনকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন বলেন সিরাজ ডাকাতকে সোমবার অাদালতে প্রেরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *