এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউপিতে জারলিয়া ঘোরামারা সাতপাকিয়া বিলের মালিকানা দ্বন্দ্বে গত ১৭ জানুয়ারি ২০১৭ সালে সংঘটিত পৈশাচিক ত্রিপল হত্যা মামলার অন্যতম আসামি “আরিফুজ্জামান চৌধুরী এহিয়াকে” সুনামগঞ্জ কোর্টে বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী, এড. প্রদীপ নাগ হারু বাবু, এড.মাশুক আলম, এড. বুরহান উদ্দিন প্রমুখ। আসামি পক্ষে আইনজীবী ছিলেন, এড. বশির আলম সহ কয়েকজন আইনজীবী। এব্যাপারে মামলার বাদী যুবলীগ নেতা মোঃ একরার হোসেন বাংলার দর্পণকে মুঠো ফোনে বলেন- সুনামগঞ্জ-সিলেট র্যাব একাধিক আসামি গ্রেফতার করলেও দিরাই থানা পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে। আসামি গ্রেফতারে দৃশ্যমান কোন চেষ্টা করেনি। অনেক আসামি প্রকাশ্যে দিবালোকে ৩জন নিরিহ লোককে গুলি করে মেরে দম্ভভরে প্রশাসনের নাকের ডগায় ঘোরাফেরা করলেও পুলিশ বলছে আসামি খুঁজে পাচ্ছিনা!