ফেনী প্রতিনিধি ঃফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফেনী সদর -০২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সাথে সৌজন্যে স্বাক্ষাৎ করেন লন্ডন- জার্মান প্রবাসী সহদোর দুই ভাই জাহাঙ্গীর ফিরোজ ও জামশেদ আলম রানা। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে সাংসদ নিজাম হাজারীর মাষ্টার পাড়ার বাস ভবনে একান্ত স্বাক্ষাৎ করেন। এ সময় সাংসদ নিজাম হাজারী বলেন, গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর দেশ প্রেমের কথা বলেন। বঙ্গবন্ধুর আদর্শের কথা তরুন ও যুব সমাজের কাছে পোছিয়ে তাদের কে ঐক্য বদ্ধ করে তোলেন। আপনেরা দেশে এসে দলের জন্য কাজ করেন শুনে আমি অনেক খুশি হয়েছি।
এদিকে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত people’s Aid Uk প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর ফিরোজ কে সাংসদ নিজাম হাজারী বলেন, প্রতিবন্ধিদের নিয়ে কাজ করেন শুনে আমি অনেক খুশি হয়েছি। প্রতিবন্ধিরা অসহায়, এ অসহায় মানুষদের নিয়ে কাজ করা টা মহৎ উদ্যেশ্য। আগামি ২ জানুয়ারি সোনাগাজী উপজেলা মঙ্গল কান্দি হাইস্কুল মাঠে প্রতিবন্ধিদের উইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথি হিসেবে থাকতে পারে বলে জানান। এ সময় জাহাঙ্গীর ফিরোজের সাথে উপস্থিত ছিলেন তার ছোট ভাই লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা জামশেদ আলম রানা। জামশেদ আলম রানা সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারন সম্পাদকের দাহিত্ত্বে ছিলেন।