নিজস্ব প্রতিবেদক :
সোনাগাজী উপজেলা শ্রমীকদলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন বাবর কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
জানা যায়, আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৩টার সময় নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধৃত বাবরের বিরুদ্ধে নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু জানায়, বাবরের বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা নেই। দলের চেয়ারপার্সন বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করায় পুলিশ তাকে অাটক করেছে।
মিথ্যা মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করায় তিব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।