সাবেক এমপি ইউছুফ’র জন্য সাহায্যের আবেদন – বাংলারদর্পন

ডেস্ক রিপোর্ট :

একটি মানবিক আবেদনঃ

(সরকারের বিভিন্ন এজেন্সীর প্রতি অনুরোধ সংবাদটি যথাযত জায়গায় রির্পোট করুন)

 

মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার “মা” বলে খ্যাত জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন।

সাবেক এম,পি ইউসুফ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রতিনিয়ত।

রাঙ্গুনীয়া থেকে নৌকা প্রতিক নিয়ে ১৯৯১ সালে ৭৫ এ জনক হত্যার পর প্রথম নৌকার বিজয় এনে দিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। নৌকার ছায়াতলে থেকে নির্বাচিত হয়ে অনেকেই চরম দুঃসময়ে জোট  সরকারের হালুয়া রুটি খেতে আপনাকে ও আওয়ামীলীলীগকে ছেড়ে চলে গেলে ও নির্লোভ এই মানুষটি আপনার বিশ্বাসের অমর্যদা করেননি।করেননি নৌকার অমর্যদা।দূর্নীত, স্বজন প্রীতি,অহংকার যাকে স্পর্শ করতে পারেননি, তিনি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরে নিন্ম মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করা এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ।তিনি আজ দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম ও বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত হয়ে ধুকে ধুকে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।

জন্মিলে মরিতে হইবে তাতে কোন সন্দেহ নেই।ইউসুফ ভাই,আমি,আপনি সবাই মরবো।দুঃখটা অন্য জায়গায় নেত্রী,

সাবেক এই এম,পি কে যখন মানুষ দেখে,তখন সবাই আপসোস করে বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারিত ভবন,জাতিয় সংসদে প্রতিনিধিত্ব করা এই মানুষটির যদি এই পরিনতি হয় তাইলে সাধারন নেতা কর্মীর অবস্হা কি হতে পারে?

এই কি সততার পুরস্কার?

সংসদ সদস্য বাদ দিলে ও একজন দেশ প্রেমিক মুক্তিযোদ্ধার এই করুণ পরিনতি কি আগামী রাজনীতিকে নিরুৎসাহীত করবে না?অর্থ ও চিকিৎসার অভাবে ক্রমাগত মৃত্যুর দিকে এগুচ্ছে এক সময়ের সাহসী এই মানুষটি।

মাননীয় প্রধান মন্ত্রী,আমাদের কে  এই লজ্জা থেকে বাচাঁন।এই লজ্জা শুধু রাঙ্গুনিয়ার নয়,এই লজ্জা রাজনীতির।

আপনি বাংলাদেশের রাজনীতিতে বিশ্ব মানবতার আইডল।বাচুক,বা মরুক সবই সৃষ্টিকর্তার কৃপা।তাকে অন্তত দেশের বাইরে নিয়ে গিয়ে রাষ্ট্রীয় ভাবে তার চিকিৎসার শেষ চেষ্টা করা হউক।তাইলে অন্তত রাজনীতির ইজ্জত বাচঁবে।আপনার সুস্হতা কামনা করছি।আপনি আমাদের জন্যে সুস্থ থাকুন সর্বক্ষণ,সর্বদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *