মােস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
বই উৎসবের মধ্য দিয়ে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপিত হল নতুন বছরের প্রথম দিনটি। সরকারি বালক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস মডেল ¯স্কুলসহ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। ০১.০১.২০১৮ ইং সােমবার সকাল ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক জাকির হােসেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মােকছেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই সময় শহরের কাঞ্চননগর মডেল ¯স্কুল এন্ড কলেজ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার উপস্থিত ছিলেন।