ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি – বাংলারদর্পন

 

ডেস্ক রিপোর্ট  | ২৮ ডিসেম্বর ২০১৭।

ফেক নিউজ বা ভুয়া সংবাদ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি। গ্যালপের জরিপে এ তথ্য উঠে এসেছে।

ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হতে পারেন, তবে আমেরিকায় কে সবচেয়ে প্রশংসিত? তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা, নাকি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন? এ নিয়ে বৈঠকি তর্ক হতে পারে। তবে গ্যালপের জরিপ মতে, ২০১৭ সালে ওবামা সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হিসেবে ট্রাম্পের তুলনায় এগিয়ে ছিলেন। ২০০৮ সাল থেকেই তাঁর এ অবস্থান। আর হিলারি ক্লিনটন আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী। গত ১৬ বছর ধরে তিনি এ অবস্থানে রয়েছেন।

জরিপকারীদের ১৭ শতাংশ ওবামাকে ও ট্রাম্পকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন। তবে ৩৫ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে এবং ৩৯ শতাংশ ডেমোক্র্যাট ওবামাকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন।

গ্যালপের জেফেরি জন্স লিখেছেন, ট্রাম্পের অজনপ্রিয়তা সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে জয়ী হওয়ার পথে বাধা সৃষ্টি করেছে। ক্ষমতাসীন প্রেসিডেন্ট জনপ্রিয়তা হারালে ক্ষমতার বাইরের কোনো বিখ্যাত ব্যক্তি তাঁর বিকল্প হয়ে উঠে। তবে এ ক্ষেত্রে তা হয়নি।

জরিপে ওঠে আসা অন্য প্রশংসিত ব্যক্তিরা হলেন পোপ ফ্রান্সিস, বিলে গ্রাহাম, জন ম্যাককেইন, ইলন মাক্স, জেফ বেজোস ও দালাই লামা।

গ্যালপের জরিপের ইতিহাসে হিলারি ক্লিনটনকে এ জরিপে সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে অভিমত দেওয়া হয়। অন্য প্রশংসিত নারীরা হলেন অপরাহ্ উইনফ্রে, এলিজাবেথ ওয়্যারেন, অ্যাঙ্গেলা মেরকেল, ব্রিটেনের রানি এলিজাবেথ ও আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

এ জরিপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক পরিবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *