আলোচিত মুন্নী হত্যার প্রধান আসামি এহিয়া সিলেট থেকে গ্রেফতার – বাংলারদর্পন

এস,এম. ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ- দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী হোমায়রা আক্তার মুন্নি হত্যা মামলার প্রধান আসামি ঘাতক এহিয়া সর্দার কে
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত অনুমানিক ২ টায় সিলেট মেট্রোপলিটন জালালাবাদ থানার মাসুকবাজার নামক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ টিম। বিশেষ টিমে নেতৃত্বদেন
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাবিব উল্লাহ, দিরাই সার্কেল বেলায়েত হোসেন শিকদার,দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল , মামলার আইও, এস আই সিকান্দর,এস আই কাজল,এস আই ফারুক,এস আই ইসমাইল সহ প্রায় ৫০ জন চৌকস পুলিশের একটি বিশেষ দল। সাথে সহযোগীতা করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিক এর নেতৃত্বে আরেকটি বিশেষ টিম।  উল্লেখ্য গত ১৬ ই ডিসেম্বর সন্ধে ৮টার দিরাই পৌরশহরে বাসস্যান্ড সংলগ্ন মাদানি মহল্লার নিজ বাসায় পড়ার টেবিলে নৃশংসভাবে নিহত হন দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী, এস,এস,সি, পরীক্ষার্থিনী ‘হোমায়রা আক্তার মুন্নি’ সে দিরাই উপজেলার জগদল ইউপির নগদীপুর গ্রামের ইতালি প্রবাসী হিফজুর রহমানের মেয়ে। ঘাতক এহিয়া একি উপজেলার করিমপুর ইউপির সাকিতপুর গ্রামের জামাল সর্দারের ছেল।
মুন্নির ঘাতক এহিয়া সর্দার গ্রেফতার খবর এলাকায় স্বস্তি নেমে এসেছে। এব্যাপারে মামলার আই,ও এস,আই, সিকান্দার ‘বাংলার দর্পণ’ কে বলেন আসামি গ্রেফতার করে এখন সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ মাধ্যম কে ব্রিফিং করে আইনানুগভাবে কোর্টে চালান দেওয়া হবে। দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল ও ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক এক প্রতিক্রিয়ায় আসামি গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে পুলিশ, সাংবাদিক সহ মুন্নি হত্যায় যারা প্রতিবাদ, মানববন্ধন সহ সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *