বাংলারদর্পন :
বাংলাদেশ আওয়ামীলীগ ওমান আল বরকা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুুরী’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উত্ত স্মরণ সভায় ও দোয়া মাহফিলে,মোঃ আজমগীর এর পরিচালনায় ও আলহাজ্ব নাছের উদ্দীন চৌধুরী সভাপতিত্বে অতিথি ছিলেন, আলহাজ্ব ইউছুপ, আলহাজ্ব কামাল, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাবু মিলন, বাবু সজ্বিব বডুয়া, মোঃ আনোয়ারুল ইসলাম, বাবু সুকুমার শীল, মোঃ মনির হোসেন ,সয়বার কামার, মোঃ জাহাঙ্গীর, মোঃ ওমর ফারুক, মোঃ রায়হান, মোঃ মহিউদ্দিন প্রমুখ।