সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী পৌরসভা এলাকায় সিসিটিভি কার্যক্রমের উদ্বোধন করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান মনির।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় সোনাগাজী থানা মিলনায়তনে সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার এর সভাপতিত্বে ও পরিদর্শক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড. এম কামরুল অানাম , পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, মডেল থানার ওসি মো. হুুমায়ুন কবির,
রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিকুল করিম উৎফল।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল সিস্টেম ব্যাবহারের মাধ্যমে উপকূলিয় সোনাগাজী পৌরসভা এলাকায় অাইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
অারো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) মো. সাদেক সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, পৌর কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন, চর ছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, বনিক সমিতির সভাপতি নুর নবী, উপজেলা ছাত্রলীগ সভাপতি অাবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমুখ।