আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে আলাচনাসভা অনুষ্ঠিত হয়৷
বৃহস্প্রতিবার রাতে কিশোরগঞ্জ প্রসক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী শাহীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনাসভায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ খান পাঠান, বঙ্গবন্ধু পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক অধ্যক্ষ মা.আরজ আলী, গনতন্ত্র পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান মো.নুরুল ইসলাম নুরু, কিশোরগঞ্জ প্রসক্লাবের সাবেক সভাপতি একে নাছিম খান, সহ-সভাপতি (সাংবাদিক) সাইফুল হক মোল্লা দুলু, সহ-সভাপতি (সহযোগী) অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সাবেক সহসভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, সদস্য সহযোগী মো: আমীরুজ্জামান, অ্যাডভাকট নজরুল ইসলাম নুরু, সহকারী অধ্যাপক সামিউল হক মাল্লা, কার্যকরী সদস্য অ্যাডভোকেট শখ মাসুদ ইকবাল প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের সাংবাদিক সদস্য, আজীবন সদস্য, সহযোগী সদস্যসহ জেলায় কর্মরত প্রিট ,ইলক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলন প্রসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী। আলাচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয় নীরবতা পালন করা হয়।