শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

 

বাংলারদর্পন :

আজ ১৪ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার ও তাদের দেশীয় দোসর রাজাকার, আল শামস ও আল বদর বাহিনীর সহায়তায় বাঙালী জাতির শ্রেষ্ঠসন্তানদের হত্যা করে।

আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর টর্চার সেল সহ দেশের বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায় পেছনে হাত বাধা অবস্থায় বুলেট বিদ্ধ নিথর দেহ। বাঙালী জাতির মুক্তি সংগ্রামে এইসব বুদ্ধিজীবীদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা যুগিয়েছেন। পথ দেখিয়েছেন মুক্তির। আর সেইটিই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য।

স্বাধীনতার ৪৬ বছর পর এখনো জাতির এই সূর্যসন্তানদের বিচার করতে পারিনি। পারিনি সকল যুদ্ধাপরাধীর বিচার করতে।

আমাদের প্রাণের দাবী,আমাদের আমৃত্যু এক শ্লোগান “ঘাতক,দোসর,আলবদর,শয়তান, কুলাঙ্গার যুদ্ধাপরাধীদের বিচার চাই”।

আজ আমাদের একটাই দাবি হোক “শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার চাই এবং দ্রুত”।

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *