মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সীগঞ্জ সরকারি কলেজ ছাত্রাবাস থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি
মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। ওই কক্ষটি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি নিবির আহম্মেদ ব্যবহার করেন।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগজিন, ৮৯ রাউন্ড পিস্তলের গুলি, ৩ রাউন্ড থ্রি-নট থ্রি রাইফেলর গুলি, ১টি পাইপ গান, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ২ রাউন্ড কার্তুজের খোসা, ১টি খেলনা পিস্তল, ২টি চাইনিজ কুড়াল, ৫টি ছোরা, ২টি ধারালো চাকুসহ ধারালো অস্ত্র। এছাড়া ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার দিনগত রাত ২টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় ।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের পরিচয় জানানো হয়নি।