ফেনী প্রতিনিধি : ফেনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজু (১৯) নামে এক অটোরিকশা চালক খুন হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী শহরের বারাহীপুরে এ ঘটনা ঘটে। রাজুর বাড়ি সদর উপজেলার সোনাপুর গ্রামে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলার দর্পন ডটকম কে বলেন, রাজু দিনমজুরি ও রাতে অটোরিকশা চালাতেন। রাত ১২টার দিকে শহরের বারাহীপুর রেলক্রসিং এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পর রাজু মারা যান। তার পেটে ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।