চট্টগ্রাম ব্যুরো :
বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা কাটাপাহাড়স্থ কুমিল্লা হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে ১) ০১টি বিদেশী পিস্তল (গধফব রহ টঝঅ) ২) ০১টি শাটারগান, ০৩) ০১টি ম্যাগজিন, ০৪) পিস্তলের ০৬ রাউন্ড গুলি, ৫) শাটারগানের ০৫টি কার্তুজ উদ্ধার ও ০৪ আসামীকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মোর্শেদ@রাশেদ (২৮), পিতা-এজাহার মিয়া, মাতা-বেনুরা বেগম, সাং-আজিমপুর (কাজী বাড়ি), থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-১০নং জংগল সলিমপুর, গাজী সাদেকের ভাড়াটিয়া, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ২। শহিদুল ইসলাম সৌরভ (২১), পিতা-মোঃ জাহাঙ্গির আলম, মাতা-ফরিদা ইয়াসমিন, সাং-আজিমপুর ওহাব মাস্টারের বাড়ি, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-১০নং জংগল সলিমপুর, ২নং সমাজ, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ জাহিদুল ইসলাম রাজু (২৪), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-পারভিন আক্তার, সাং-কদলকাজী রোড (বড় বাড়ি), থানা ও জেলা-ফেনী, বর্তমানে-১০নং জংগল সলিমপুর, ৪নং সমাজ, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ ফয়জুল কবির সুজন (৩৫), পিতা-মৃত আব্দুস সামাদ, মাতা-হামিদা আক্তার, সাং-শুভবিল (নালীর পুল), থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম।
০৫ ডিসেম্বর ২০১৭ইং তারিখ রাত ০৯.৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব অশোক চৌহান, এসআই/মোঃ রাজিব হোসেন, এসআই/মোঃ ইছমাইল, এএসআই/গোলাপ হোসেন চৌধুরী, এএসআই/মোঃ তাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা কাটাপাহাড়স্থ কুমিল্লা হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করে ১) ০১টি বিদেশী পিস্তল (গধফব রহ টঝঅ) ২) ০১টি শাটারগান, ০৩) ০১টি ম্যাগজিন, ০৪) পিস্তলের ০৬ রাউন্ড গুলি, ৫) শাটারগানের ০৫টি কার্তুজ সহ ০৪ আসামীকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা ডাকাতি করার উদ্দেশ্যে কুমিল্লা হোটেলে সংঘবদ্ধ হয়েছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত মোঃ মোর্শেদ@রাশেদ এর নামে ফটিকছড়ি থানায় খুন সহ ডাকাতি মামলা নং ২০(৮)০৬ ধারা-৩৯৬ ও ডাকাতি মামলা নং ৪(৫)১৪ ধারা-৩৯৫/৩৯৭ চলমান আছে বলে জানা যায়।
কাউন্টার টেরোরিজমের একটি বিশেষ টীম অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।