সোনাগাজীতে গুলিবিদ্ধ ২ ডাকাত অাটক : অস্ত্র ও গুলি উদ্ধার – বাংলারদর্পন 

 

ফেনী প্রতিনিধি, বুধবার ০৩:২৫ পুর্বাহ্ন   : ফেনীর সোনাগাজী উপজেলার সফরপুর গ্রামে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের সাথে ডাকাতদলের  বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে অাটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে।

 

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল)  জুনায়েত কাউছার জানান, রাতে সফরপুর গ্রামে পুলিশের টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে ডাকাতদল । পুলিশ পাল্টা গুলি করলে দুজন ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদেরকে অাটক করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের কাছ থেকে ১ টি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তিনি অারো জানান, ডাকাতের গুলিতে মডেল থানার এসআই খলিলুর রহমান অাহত হয়েছেন।

ধৃতরা হলেন, দাগনভুঞা উপজেলার সেকান্তরপুর গ্রামের নুরুল অামিনের ছেলে নুরুল হুদা ও ফেনী সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ইলিয়াছের ছেলে নজরুল ইসলাম স্বপন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *