বাংলারদর্পন :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে বিশ্ব সম্প্রদায়ের অবস্থান ও সমর্থন দেশের ইতিহাসে সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই সংকট সমাধান করতে চায় বাংলাদেশ। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনের রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে কোন সমস্যা হলে আমরা আমাদের সমস্যা নিজেরাই সমাধান করবো। এর জন্যে তৃতীয় দেশকে কেন ডাকতে হবে। এইটুকু আত্মবিশ্বাস না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনা করবো কিভাবে।’
এ এছাড়া তিনি আরো বলেন, ‘রোহিঙ্গারা ৭১ সাল থেকে বাংলাদেশে আসা শুরু করেছে। আবার ৮২ সালে আবার এসেছে। এবার ব্যাপক হারে এসেছে। প্রায় ১০ লক্ষ মানুষ এবার এসেছে। এদেরকে কিভাবে আমরা ফেরত পাঠাবো! এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার গিয়েছিলেন একটা সমঝোতা চুক্তি সই হয়েছে। তাকে ধন্যবাদ জানাচ্ছি অন্ততপক্ষে আমরা দ্বিপাক্ষিক ভাবে আলোচনা শুরু করেছি।
আমরা আশা করি এর মাধ্যমে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানো সম্ভব হবে। রোহিঙ্গাদের আমরা মানবিক ভাবে আশ্রয় দিয়েছি এই কারণেই সারা বিশ্ব আমাদের সাধুবাদ দিচ্ছে। প্রত্যেকেই আমাদের বলছেন কিভাবে কি করতে হবে কি করনীয়। বাংলাদেশ মনে হয় এর আগে এরকম কূটনৈতিক সাফল্য পায়নি।’।