বাংলার দর্পন         –  ইকবাল হোসাঈন 

 

করলাম মোরা পণ,

দেশের কথা, দশের কথা-

অন্যায় তুলে ধরব প্রতিক্ষণ।

আমাদের আছে বড় মন,

দুঃখীজনের সেবা নিয়ে,

থাকব- করব মুখোশ উম্মোচন।

ফেনী জেলার সাথী মোরা,

ঘটুক যা ঘটনা, পাবে-

সবাই সাথে সাথে,

হোক না কষ্ট, পাই যত যন্ত্রণা।

মুক্তি যুদ্ধের স্মৃতি নিয়ে,

লিখব মোরা সবি-

থাকবে প্রতি পত্রিকাতে,

কবিতা ও কবি।

সুখ- দুঃখ সব খবরে,

থাকব সবার পাশে

এই শপথ করেছি মোরা,

ঝড়- তুফান যত আসে।

এসেছে নতুন, ‘সংবাদ পত্র’

স্থাপিত ২০১৬ ইং সন,

শোষিত ও বঞ্চিত মানুষের কথা বলবে,

ফেনী জেলার গর্ব,  ” বাংলার দর্পন “

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *