নান্দাইল : গতকাল মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইলের মাননীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানালেন প্রধানমন্ত্রী।।
সাংসদ তুহিনের প্রশ্নটি ছিল, বর্তমানে নান্দাইলে প্রতি ইউনিয়নে দশটি করে মোট ১৩০ টি ঘর প্রদান করা হয়েছে,, এই ঘর প্রদান অব্যাহত থাকবে কি না??
জবাবে মাননীয় প্রধানমন্ত্রী মহান সংসদে বলেন, পাকিস্থান আমলে দারিদ্র্যের হার ছিল ৮০ শতাংশের উপরে,, তাই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দরিদ্র মানুষদের জন্য গুচ্ছ গ্রাম করে ঘর নির্মানের কর্মসূচি শুরু করেছিলেন।। তারই পদাঙ্ক অনুসরন করে ঘর নির্মান কর্মসৃচি চালু করেছি।।
তিঁনি আরও বলেন,,, সরকারে আসার পর দেখলাম বহু ছিন্নমূল মানুষ নদী ভাঙ্গনে ঘর-বাড়ি হারায়, সামাজিক কারনে ঘর-বাড়ি হারায়, বস্তিতে, ফুটপাতে ও রাস্তায় মানুষ থাকে।।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কয়েকটি সিস্টেমে ঘর প্রদান করছি। আমাদের গৃহায়ন তহবিল নামে একটি তহবিল রয়েছে।। সেখান থেকে গুচ্ছ গ্রাম, আদর্শ গ্রাম করে ঘর করে দিচ্ছি।।
আবার যাদের জমি আছে কিন্তু টাকার অভাবে ঘর করতে পারছে না,, তাদেরকেও স্যানিটারী ল্যাট্রিনসহ ঘর করে দিচ্ছি।। যাদের জমি নাই তাদেরকে খাস জমি বন্দোবস্ত প্রদান করে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মান করে দিচ্ছি।।
মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নকারী সাংসদ তুহিনকে আশ্বস্থ করে বলেন-” বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না এবং এই ঘর প্রদান অব্যাহত থাকবে।।
সংসদে উপস্তিত সকল সদস্যই করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানান।।