নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতান পুরে পুর্ব শত্রুতার জেরে গৃহবধুকে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
২১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় সুলতান পুর গ্রামের হিন্দু পল্লিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গৃহবধু বকুল রানী বাড়ীর অাঙ্গিনায় গৃহস্থালি কাজ করা সময়, একই বাড়ীর সূর্যলাল শর্মার ছেলে বিক্রম শর্মা (৪২), ধণরঞ্জন শর্মার ছেলে মতিলাল শর্মা, তার ছেলে নিপু সহ অজ্ঞাত কয়েকজন যুবক তার উপর হামলা চালায়। এসময় দেশিয় অস্ত্র ও লাঠি সোঠা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। তার অার্তচিৎকার শুনে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বকুলের স্বামী অাশিষ কুমার শর্মা বাদী হয়ে বিক্রম শর্মাকে প্রধান অাসামি করে মডেল থানায় অভিযোগ রুজু করেন। অাশিষ শর্মা জানান, বিক্রম ও মতিলাল গং ইতিপুর্বেও তাদের পরিবারের উপর একাধিক বার হামলা করেছে, একটি মামলা অাদালতে বিচারাধীন অাছে।
মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।