চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম রাউজান উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের দিলা ফকিরের বাড়ী থেকে সাহেদা বেগম নামের চার সন্তানের জননী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে রাউজান থানা পুলিশ।
নিহত সাহেদা ওই গ্রামের বাসিন্দা মৃত গোলাম হোসেনের পুত্র মো. জসিম উদ্দিনের স্ত্রী। তার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। নোয়াপাড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ জাবেদ মিয়া জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।