মোহাম্মদ ছালাহ্ উদ্দিনঃ
সোনাগাজীতে উপমা বিদ্যানিকেতন এর ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে।
সহকারী শিক্ষক মোঃ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সদস্য ও সোনাগাজী উপজেলার বি.আর.ডি.বির চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন।
এতে আরো উপস্থিত ছিলেন, ৪নং মতিগঞ্জ ইউনিয়নের আ’লীগের সাধারন সম্পাদক ডাঃ মাহফুজ আলম মিয়াজী, আর.এম.হাট কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, সোনাগাজী সিটি স্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আকবর হোসাইন, মতিগঞ্জ আর.এম.হাট কে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিয়ত উল্যাহ, সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহম্মদ। অভিভাবকের মধ্যে বক্তব্য রাখেন নুর নবী প্রমুখ।
পরিক্ষার্থীদের মাঝে উপমা বিদ্যানিকেতনের পক্ষ থেকে পরীক্ষার উপকরণ প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোনাগাজী কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি রহিম উল্যাহ চৌধুরী, তিনি বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।