সাংবাদিকতায় “যুবক সম্মাননা পদক” পেলেন সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর

 

নিজস্ব প্রতিবেদক : যুব দিবসের সম্মাননা সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যুব পদক পেলেন ফুলগাজী সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর।

১১ নভেম্বর শনিবার সকালে যুব দিবস ২০১৭ উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ভেজালও মাদকমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুব সমাজের করনীর শীর্ষক আলোচনা সভা ও জাতীয় জাগো যুবক সম্মাননা ২০১৭ প্রদান অনুষ্ঠান বাংলাদেশ সুপ্রিমকোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ফুলগাজী সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর কে এই পদক প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিপুটি স্পিকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি। উদ্বোধক হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী মোঃ আরিফ খান জয় এমপি।প্রধান আলোচক ছিলেন সাবেক মন্ত্রী ও জেপি মহাসচিব শেষ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান, এ্যাডভোকেট এস কে শিকদার, সৈয়দ সামছুল আলম হাসু (তর্কবাগীশ),বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আওয়াল এমপি, বঙ্গবন্ধু শেখমজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর শহিদুল্লাহ শিকদার,রাজউক’র যুগ্ম সচিব ও পরিচালক মোঃ রোকন উদদৌলা।

এই পদক পাওয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন “আমি একজন সাংবাদ কর্মী, আমার এই পদক জাতির সেবা করায় পেয়েছি, আমার এই অর্জন জাতির জন্য উৎসর্গ করলাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *