আব্দুর রহিম বাবলু,কুমিল্লা :
কুমিল্লায় স্বামী খোরশেদ আলমকে হত্যা করে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোর্টে ছুপুয়া গ্রামে। খোরশেদ আলম গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল। এ ঘটনায় সোমবার তার মেয়ে মোরশিদা বেগম থানায় সাধারণ ডাইরি করে।
মঙ্গলবার সকালে লাশের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধার চলছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়ছে তার কারণ জানা যায়নি।
কুমিল্লায় স্বামীকে হত্যা করে মাটিচাপা – বাংলারদর্পন
