আ’লীগের নেতৃত্বে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে-হারুনুর রশিদ ফরাজি

আব্দুর রহিম,খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রোববার বিকাল ৩টায় মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

কাউন্সিল অধিবেশনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ঝাঁকজমকপুর্ন কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজী।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. এরশাদুজ্জামান বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশে গনতন্ত্রের চর্চা হয়, দেশের প্রতিটি জনপদে উন্নয়ন নিশ্চিত হয়, শান্তি প্রতিষ্ঠিত হয়, মানুষে মানুষে সম্প্রীতির চর্চা হয়।

পক্ষান্তরে বিএনপি অগনতান্ত্রিক লেজুর বিত্তিক সংগঠন। যেখানে গনতন্ত্রের চর্চা নেই।

আওয়ামীগের আজকের কাউন্সল থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে গনতন্ত্র চর্চার শিক্ষা নেয়ার ও আহবান জানান তিনি।

মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে,

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

কাউন্সিল অধিবেশনের উদ্বোধনকালে মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজী আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, ঐক্যের বিকল্প নেই।  ঐক্যবদ্ধ আওয়ামীলীগের নেতৃত্বেই আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *