অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় যথাযাগ্য মর্যাদায় ৪২তম জেলহত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে কর্মসূূচির শুরুতেই উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন করেন দলীয় নেতৃবৃন্দ। জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন শেষে ৩ নভেম্বর নিহত জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালন শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ্ মুজিবুর রহমান ও মুক্তিযােদ্ধা সংগঠক, কৃষককূলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পুষ্পমাল্য অর্পণ শেষে নেতৃবৃন্দ কালােব্যাজ ধারণ করেন। এরপর হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বের করা হয় বিশাল শােক র্যালী। র্যালীটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়।। এছাড়া গলা, বাকাল, রাজিহারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের উদ্যােগেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।