চট্টগ্রাম:
আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকল্পে আগামীকাল ২৭ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সেবামূলক ও তারুণ্য ভিত্তিক সামাজিক সংগঠন সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন-৩১)। বিশেষ অতিথি থাকবেন বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে কয়েকটি সামাজিক শিশু-কিশোর ও তারুণ্য ভিত্তিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে যথাসময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য পূর্বাশার আলোর সভাপতি নোমান উল্লাহ বাহার ও সাধারণ সম্পাদক আবু নোমান রানা অনুরোধ জানিয়েছেন।