সিরাজগঞ্জ :
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৭।
সিরাজগঞ্জের তাড়াশে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখানো ও চাঁদাবাজির অপরাধে স্বপ্না রানী রায় (২৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে উপজেলার আদিবাসীঅধ্যুষিত গুল্টা গ্রামের অতুলচন্দ্র উরাঁওয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত স্বপ্না রানী রায় পাবনা জেলার ফরিদপুর থানার বুনাইনগর গ্রামের রতন রায়ের মেয়ে।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বপ্না রানী রায় নিজেকে দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বিবদমান জমিজমা সংক্রান্ত মামলার একটি পক্ষ গুল্টা গ্রামের মো. আবু হানিফের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া তিনি গত এক মাস ধরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দুদকের কর্মকর্তা পরিচয় মোবাইলে ভয়ভীতি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার তিনি ওই জমির অপর পক্ষ সাবেক ইউপি সদস্য অতুলচন্দ্র উরাঁওয়ের বাড়িতে গিয়ে তাকে দুদকের কর্মকর্তা পরিচয় দেন। এক পর্যায়ে অসংলগ্ন কথাবার্তায় সন্দেহের সৃষ্টি হলে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া দুদক কর্মকর্তা পরিচয়দানকারী ওই নারীকে গ্রেফতার করে।
তাড়াশ থানা ওসি মনজুর রহমান বলেন, স্বপ্না রানী রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ওইসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।