ফেনী প্রতিনিধি:
সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন ৬দিনের প্রশিক্ষণে আগামী ১৪অক্টোবর নেদারল্যান্ড সফরে যাচ্ছেন।
তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের “আরবান ডেভেলপমেন্টের ব্যবস্থাপনায় ” ও নেদারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতায় নেদারল্যান্ডে ৬দিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণে দেশের ১৩ জন পৌরসভার মেয়র, একজন যুগ্ম-সচিব, একজন সহকারি সচিব ও স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা সহ মোট ১৬ জন অংশ নেবেন। মেয়র খোকন সবার দোয়া চেয়েছেন।
উক্ত প্রশিক্ষণে টিম লিডার হিসেবে থাকবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যগ্ম-সচিব মো. এমদাদ উল্যাহ। প্রশিক্ষণে অংশ নেবেন, ফেনীর সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারি সচিব একেএম আনিসুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের সমন্বয়ক সাদ আবদুর রশিদ সহ আরো ১২ জন মেয়র। প্রশিক্ষণ শেষে আগামী ২১ অক্টোবর তারা দেশে ফেরার কথা রয়েছে।
মেয়র খোকন আরো জানান, তার এ মেয়াদকালে তিনি সোনাগাজী পৌরসভাকে প্রথম শ্রেনির পৌরসভায় উন্নীত করতে কাজ করে যাচ্ছেন। এই জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।