ফেনীতে ছুরিকাঘাতে যুবক আহতের ঘটনায় মামলা- banglardarpan.com

 

ফেনী প্রতিনিধি :

ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন ভূঞা বাড়ীর পাশে গত মঙ্গলবার সকালে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে শহীদুল হক রায়হান (২৮) নামের এক যুবক আহতের ঘটনায় মামলা হয়েছে। আহতের মা তাহমিনা আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুমি বিরোধের জেরে মঙ্গলবার সকাল ১০টার দিকে সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের প্রয়াত নুরুল হকের ছেলে শহীদুল হক রায়হানকে কুমিল্লা বাস স্ট্যান্ডের পেছনে ভূঞা বাড়ী সংলগ্ন স্থানে মোবাইল দোকানের উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে জুনায়েদ ফরিদি জিসান তাকে  ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে।

সিফাতুল হক সিফাত ও ইমদাদ পেটে উপুর্যুপুরি ছুরিকাঘাত করলে রায়হানের নাড়িভূড়ি বের হয়ে যায়। তারা রায়হানের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ও ১৮ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে যায়। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় তার মা তাহমিনা আক্তার বাদী হয়ে ৭ জনকে আসামী করে মামলা দিয়েছেন।

মামলায় ছাগলনাইয়ার হরিপুর এলাকার ইজাদ আহেমদ ইয়াজের ছেলে জুনায়েদ ফরিদি জিসান (২০), সোনাগাজীর মঙ্গলকান্দি এলাকার মাহবুবুল হকের ছেলে সিফাতুল হক সিফাত (১৮), ছাগলনাইয়ার হরিপুর এলাকার ইজাদ আহমেদ ইজাদ (৫৭), সোনাগাজীর মঙ্গলকান্দি এলাকার মৃত খায়েজ আহমদের ছেলে মাহাবুল হক (৪৭), মাহবুল হকের স্ত্রী দিল আফরোজা বেগম (৩৫), মাহাবুল হকের ছেলে মো: এমদাদুল হক (২৩), ফুলগাজীর নোয়াপুর এলাকার মনসুর আহমেদের ছেলে কুলসুম আক্তার ফেয়ারি (২৮) এর নাম উল্লেখ করা হয়।

ফেনী মডেল থানার ওসি মো: রাশেদ খান চৌধুরী যুবক আহতের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামীদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *