রাউজান প্রতিনিধি।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান মুন্সী ঘাটা শাখার উদ্যোগে মহান ২৬শে আশ্বিন ১১ অক্টোবর বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) র ” ২৯ তম ওরশ শরীফ উপলক্ষে জিকিরে গাউছুল আযম মাইজভাণ্ডারী মাহফিল অনু্ষ্ঠিত হয়।
গত সোমবার রাতে ছত্রপাড়া মোঃ সাজ্জাদ হোসেনের বাসভবনে অনু্ষ্ঠিত মাহফিলে সংগঠনের সভাপতি জাহাঈীর আলম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু স্বপন কড়ুয়ার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কাজী দেউড়ি কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব , মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পারভেজ সিকদার, মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি হাজীপাড়া শাখার সভাপতি জাহাঈীর, ছত্রপাড়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী আশু, রাউজান সদসর শাখার সাবেক সভাপতি নাছির উদ্দিন, চিকদাইর শাখা ২এর যুগ্ম সম্পাদক , তৌহিদুল ফরিদ মাসুম, সাংগঠনিক সম্পাদক জাহাঈীর আলম, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদ হোসাইন, রুপন দে, নজুরুল আলম, বোরখাঁন উদ্দিন, সাকিল, শরীফ, প্রমূখ।