আগৈলঝাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজিএম’র পদত্যাগের দাবিতে  বিক্ষােভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে- :

বরিশালের আগৈলঝাড়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষুদ্ধ গ্রাহকেরা বিক্ষােভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এলাকাবাসী ওই সভা থেকে পল্লীবিদ্যুৎ আগৈলঝাড়া জােনাল অফিসের ডিজিএম রঙ্গলাল কর্মকারের পদত্যাগের দাবি জানিয়েছেন। রােববার সন্ধ্যায় উপজেলার রতপুর ইউনিয়নের আ¯র ও বারপাইকা এলাকাবাসী মাহিলাড়া-পয়সারহাট সড়কে বিক্ষুদ্ধ গ্রাহকরা দুশুমী বাজার বিক্ষাভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। স্থানীয় সােহেল মােল্লার সভাপতিত্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে আয়ােজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযােদ্ধা সােহরাব হােসেন শাহ, মাে. ফজলুল হক হাওলাদার, মেহেদী হাসান রাসেল, খলিলুর রহমান শাহ, মাে. মহিদুল বেপারী, সােহেল মােল্লা, ফিরােজ হোসেন ও সাদ্দাম মােল্লা প্রমুখ। বিদ্যুতের মাত্রাতিরিক্ত ও ঘণ ঘণ লােডশেডিং-এর কারণে অতিষ্ঠ এলাকাবাসী পল্লী বিদ্যুতর আগৈলঝাড়া জােনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঙ্গলাল কর্মকারের পদত্যাগ দাবি জানিয়েছেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ৭সদস্য বিশিষ্ট আন্দােলন কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের আগৈলঝাড়া জােনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঙ্গলাল কর্মকার সাংবাদিকদের জানান, আমাদের চাহিদা ৩৬ মেগাওয়াট। আমাদের সরবরাহ  হচ্ছে মাত্র ১৪ মেগাওয়াট। যা দিয়ে উপজেলার সবখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *