বাংলার দর্পন ডটকম :
ফেনীতে দ্রুতগামী ট্রাক চাপায় অজ্ঞাত এক রিক্সা চালক নিহত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের ট্রাংক রোড় মুক্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের চাপায় রিক্সা চালক মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের মৃতদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত রিক্সা চালকের নাম পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য, মহাসড়কের গাড়ীগুলো দীর্ঘদিন ধরে শহরের ভেতর দিয়ে বেপোরোয়া গতিতে চলাচলের কারণে ঘটছে একের পর এক দূর্ঘটনা।
ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।