নিজস্ব প্রতিবেদকঃ
–---ফাইল ছবি---
ফেনীর সোনাগাজীর চরদবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে সোমবার রাতে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ওইদিন রাতে সোনাগাজী মডেল থানার এসআই শহীদ মিয়ার নেতৃত্বে পুলিশ মধ্যম চরসাহাভিকারী গ্রামের প্রফুল্ল মেম্বার বাড়িতে অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি সুমন কুমার দাসকে গ্রেফতার করে নিয়ে আসার সময় ওই অাসামি সুমনের সহযোগীরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে চিনিয়ে নেয়ার সময় চেষ্টা করে।
এ সময় তাদের হামলায় এসআই শহীদ মিয়া, এসআই ডালিম কুমার মজুমদার, এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল জালাল আহম্মদ ও তোফায়েলুর রহমানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়।
এসআই ডালিম জানান, অাসামি চিনিয়ে নেয়ার জন্য তারা চেষ্টা করে। ব্যার্থ হয়ে পুলিশের উপর ঢিল মারে, এতে ৫ জন অাহত হয় ।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে অাটক করা হয়েছে।
