তাকিয়া রোডে হলুদ-মরিচে ধানের ভূষি – banglardarpan.com

 

 

ফেনী  প্রতিনিধি :

ফেনী শহরের তাকিয়া রোডে হলুদ-মরিচের ক্র্যাশিং মিলে ধানের ভূষি মিশ্রিত হলুদ-মরিচ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামল চন্দ্র বাসাক অভিযান চালানোর সময় এ চিত্র দেখে বিস্ময় প্রকাশ করেন। এসময় ভেজাল মিশ্রিত নি¤œমানের হলুদ-মরিচ জব্দ ও জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কোরবানী ঈদ উপলক্ষ্যে ফেনী শহরের ক্র্যাশিং মিলগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। গতকাল বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট শ্যামল চন্দ্র বসাক অভিযানে নেতৃত্ব দেন। এসময় নোংরা পরিবেশে ভেজাল ও নি¤œমানের হলুদ-মরিচ ও মসলা তৈরির দায়ে মিল মালিক বাবুল মিয়ার ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ১শ কেজি নি¤œমানের মরিচ ও ৩শ ৫০কেজি ধানের ভূষি মিশ্রিত হলুদ জব্দ করে। পরে দেওয়ানগঞ্জ ড্যাম্পিংয়ে ধ্বংস করা হয়। অভিযানের টের পেয়ে পাশ্ববর্তী কাদের মিয়ার মিল, কাসেমের মিল সহ অন্য মিল মালিকরা পালিয়ে যায়। কাদেরের মিল থেকে ভেজাল বেসন, আটা ও নি¤œমানে রানের মিশ্রিত হলুদ-মরিচের গুড়া জব্দ করা হয়। অভিযানকালে জেলা মার্কেটিং অফিসার এমদাদ উল্লাহ ও ফেনী পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বনিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *