মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত আতিয়ার রহমানের স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ ই আগষ্ট শুক্রবার বিকাল ৫ টায় ভৈরবা বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপদেষ্টা আলহাজ্ব মোঃ কলিম উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময়ে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্বাস উদ্দীন, সহঃ সভাপতি দলিয়ার রহমান মাষ্টার, ইউপি সদস্য মতিয়ার রহমান, বিল্লাল হোসেন বিশ্বাস, ওয়ার্ড সভাপতি আঃ মান্নান রাজা, কোটচাঁদপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুকুল আব্দুস সামাদ, যুব দলের সভাপতি মাসুদ রানা, যুব নেতা আব্দুল মালেক, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান রিপন, রতন ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। শোক সভায় কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খাঁন শিমুল বলেন, প্রয়াত আতিয়ার রহমানের শোক-কে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে এ দেশে খালেদা জিয়ার নেতৃত্বে সব কিছু উপেক্ষা করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজ পথে ঝাপিয়ে পড়তে হবে। আমরা দেখতে পাচ্ছি এ সরকারের পায়ের নিচে মাটি নেয়। তাই দেশও নেত্রী খালেদা জিয়াকে তারা বেশি ভয় পায়। কারণ সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিনে খালেদা জিয়া এ দেশের প্রধান মন্ত্রী হবেন। এই সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।