আব্দুর রহিম,খাগড়াছড়ি সংবাদাতা:
রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি দিঘীনালা ডিগ্রী কলেজে বাঙ্গালী ছাত্র মোঃ ইব্রাহিমকে উপজাতী ছাত্রের ব্যাগের সাথে ধাক্কা লাগার কারণে ব্যাপক মারধর করে উপজাতী ছাত্ররা।
ঘটনার শিকার ইব্রাহীমের সহপাঠি বাঙ্গালী ছাত্ররা ইব্রাহিমকে কেন মারধর করা হয়েছে উপজাতি ছাত্রদের থেকে জানতে চাইলে, উপজাতি ছাত্ররা মোঃজাহিদুল ইসলাম, হাতেম আলী, মোঃ রাসেল, মোঃ ফজলু, সাঈদুল ইসলাম কে মারাত্মক ভাবে অাহত করে।
এ ঘটনা ছড়িয়ে পড়লে বাঙ্গালী ও উপজাতী ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে । শেষ খবর পাওয়া পর্যন্ত কলেজের ভিতরে ও কলেজের অাশেপাশে সেনাবাহিনী এবং দিঘীনালা থানার পুলিশ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।