নোয়াখালী সুবর্ণচরে সন্ত্রাসী কায়দায় ভূমিহীনদের জমি দখলের চেষ্টা: ধাওয়া পাল্টা ধাওয়া

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সন্ত্রাসী কায়দায় ভূমিহীনদের জায়গাজমি দখলের চেষ্টা করে স্থানীয় কিছু লাঠিয়াল বাহিনী এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  খবর পেয়ে চরজব্বর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি ঘটে সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্গ্যা গ্রামে। স্বরজমিনে গিয়ে জানাযায় বুধবার সকাল ১০ টায় চরজুবলী ইনিয়ন ৪নং ওয়ার্ড মেম্বার খলিল মাঝির নেন্ত্রীত্বে মধ্যম বাগ্গ্যা গ্রামের  তোফায়েল, জমিদার, ইকবাল, সোহেল জামাল সহ অজ্ঞাত ২শত জনের একটি লাঠিয়াল বাহিনী দেশিয় অস্ত্র সস্র নিয়ে ভূমিহীনদের ভূমি দখল করতে যায় এতে ভূমিহীনরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, খবর পেয়ে চরজব্বর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ভুক্তভোগি মধ্যম  বাগ্গ্যা গ্রামের আলী আহম্মদের পুত্র কাশেম,  আলী হোসেন, কামাল,  মুলায়েম মিয়ার পুত্র আব্দুল হক, আলী আহম্মদের পুত্র তাজুল ইসলাম অভিযোগ করে বলেন ১৯৮৮-১৯৮৯ সালে তারা মধ্যে বাগ্গ্যা মৌজার খতিয়ান নং ২৬, ২০, ১৯৮, ২০১, ২০০, ২৭১, ২১৬, ২১৫ ভিবিন্ন দাগে মোট প্রায় ৯ একর ভূমি জাকিয়া খাতুন, হনুফা খাতুন,  আব্দুল হক, কামাল,  কাশেম মাঝি, আলী হোসেন,  আব্দুল হক সরকার থেকে বন্দবস্ত নেন, সেই থেকে তারা ভূমি ভোগ দখল করে আসছেন। বেশ কয়েক মাস ধরে উপরোক্ত অভিযুক্তরা ভূয়া ডিগ্রি দেখিয়ে জোর পূর্বক দখলের চেষ্টা করে আসছে এতে ভূক্তভোগিরা একাদিক মামলা করেন মামলা নং ২০২/২০১৬, ৭৫/১৬। এব্যাপারে চরজব্বর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন সাথে আলাপ করা হলে তিনি জানান, জমি গুলো ব্যাক্তি মালকানাধীন হওয়ায় উভয় পক্ষ দাবী করে আসছে এক পক্ষ লোকজন নিয়ে ধান রোপন করতে গেলে অন্যপক্ষ বাঁধা দেয় এতে খবর পেয়ে  শান্তি ভঙ্গের আশংকায় আমি একটি ফোর্স পাঠিয়ে উভয় পক্ষকে প্রকৃত কাগজ পত্রনিয়ে থানায় আসার নির্দেশ দিয়েছি, উভয় পক্ষের কাগজ পত্র যাচাই বাচাই করে বুঝা যাবে জমির মালিক কারা। স্থানীয় এলাকাবাসি জানান  দীর্ঘদিন ধরে একটি মহল ভূমিহীনরাদের জায়গা দখলের চেষ্টায় লিপ্ত আছে তারা লাঠিয়াল বাহিনী নিয়ে এর আগেও বেশ কয়েকবার ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করেছে, তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।। অভিযুক্ত ওয়ার্ড মেম্বার খলিল মাঝির সাথে আলাপ করতে চাইলে তার মু্ঠো ফোনটি বন্ধ পাওয়া যায়। বর্তমানে ভূমিদখলের চেষ্টাকে কেন্দ্র করে মধ্যম বাগ্গ্যা গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *