নিজস্ব প্রতিবেদক: ফেনী সদর উপজেলার ধর্মপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্ব-দলীয় কর্মীর হাতে খুন হয়েছে যুবলীগ আবদুল করিম(৩৫)। বুধবার দুপুরে ধর্মপুর ইউনিয়নের মটবাড়িয়া গ্রামের কাউয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে ।
নিহত আবদুল করিম মঠবাড়িয়া গ্রামের আবদুল হকের ছেলে।
পুলিশ জানায়, ধর্মপুর বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান অা’লীগ নেতা আজহারুল হক আরজু ও বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা শাখাওয়াত হোসেনের গ্রুপের সাথে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। বুধবার ভোরে তাদের উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটে । এ ঘটনায় গুরুতর আহত হন অারজু সমর্থীত যুবলীগ কর্মী আবদুল করিম। আশংকা জনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করালে দুপুরে আবদুল করিম চিকিৎসাধীণ অবস্থায় নিহত হয়। নিহতের খবর ছড়িয়ে পড়লে করিম সমর্থীতরা ইউপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানায়।
ফেনী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদ খাঁন চৌধুরী জানান, দলীয় কোন্দলে যুবলীগ কর্মী খুন হয়েছে। অভিযান চালিয়ে যুবলীগ কর্মী সালাউদ্দিনকে পিস্তল ও গুলিসহ অাটক করা হয়েছে।