ফেনী প্রতিনিধিঃ ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া বুধবার রাতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল দরজা ভেঙ্গে হানা দিয়ে সাত ভরি স্বর্ণালংকার সহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দেয়ায় ডাকাতদের হামলায় সাপ্তাহিক নবকিরণ পত্রিকার ফেনী সদর উপজেলা প্রতিনিধি ও ফারইষ্ট লাইফ ইন্সিুরেন্স কোং এর কর্মকর্তা আজিজুল হক বিপুল ও তার স্ত্রী নিপু আহত হয়েছে।
আহদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
স্থানীয় সূত্র জানায়,ওই রাতে আব্বাস আলী হাজী বাড়িতে সংঘবদ্ধ মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাত দল সাত ভরি স্বর্নালংকার, মোবাইল সেট, নগদ টাকাসহ প্রায়দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়েযায়। এসময়বাঁধা দেয়ায় গৃহকর্তা আজিজুল করিম (৩৫) ও গৃহকত্রী আয়েশা আক্তার নিপু (২৮) কে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, ডাকাতির খবর পেয়ে থানা পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে।