ফেনী প্রতিনিধি :
রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র আয়োজনে বৃহষ্পতিবার দিনব্যাপী ফেনী পলিটেকনিক ইনিস্টিটিউটের ২০৬ জন ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় ও স্বেচ্ছায় রক্ত দানে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিদুল রহমান ও রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব’র নির্বাচিত সভাপতি রোটা. হানিফ মজুমদার মিন্টু। স্বেচ্ছায় রক্ত দান কর্মসুচি ও এই ধরনের অনুষ্ঠান এ প্রতিষ্ঠানে করার আশা প্রকাশ করেন কলেজ অধ্যক্ষ। ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরে আনন্দ প্রকাশ করে।
এতে আরো উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ফেনী অপূর্ব’র সভাপতি রো. এ এন এম মাখজাম হায়দার, যুগ্ন সচিব রো. ফরহাদ উদ্দিন ভূঁঞা পাশা, যুগ্ন সম্পাদক রো. কাওসার উদ্দিন প্লাবন, সদস্য রো. শরাফাত উল মিল্লাত, রো. আহমদ আল জাবেদ, রো. সোহরাব হোসেন, সামাজিক সংগঠক মোঃ মাহমুদুর রহমান ফাহাদ ও মিশু। উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রো. তারেক ভূঁঞা বাবু।