মহিপালে দেশীয় অস্ত্র ও স্বর্নালংকারসহ অাটক ২

ফেনী প্রতিনিধি :
মহিপালে হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ তৌহিদুজ্জামান ও এস আই আলমগীরে নেতৃত্বে কনেস্টবল নিজামুল হক, আনোয়ার হোসেন, ওলিউর রহমান মহিপাল জিরো পয়েন্টে ঢাকা মেট্রো চ -১৫-৪৯৬৬ মাইকো বাস তল্লাশি চালিয়ে,গাড়ী চালক মোঃ আবদুল এয়াছিন,পিতা আবদুল আজিজ, খুলনা, ডাকাত সর্দার মোহাম্মদ বিল্লাল, পিতা মোহাম্মদ আলি, চাঁদপুর, কে অাটক করে তাদেরকাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র নগদ টাকা, স্বর্নালংকার উদ্ধার করে।
সার্জেন্ট তৌহিদুজ্জমান জানান ২৩ শে মে রাত্র ১১টা ৩০ মিনিটের এসময়ে মহিপাল জিরো পয়েন্টে দায়িত্ব পালন কালে গাড়ী তল্লাশী চালিয়ে ঢাকা মেট্রো চ ১৫ -৪৯৬৬ মাইকো বাস, তল্লাশি চালিয়ে গাড়ীতে থাকা বিপুল পরিমান দেশীয় অস্ত্র, নগদ টাকা, স্বর্নসহ গাড়ীর চালক ও ড়াকাত সর্দার কে আটক করতে সক্ষম হয়, ফেনী মডেল থানায় মামলা প্রস্তুতি চলছে।
Related News

ফেনীতে ৩ ডাকাত গ্রেফতার : টাকা ও প্রাইভেটকার উদ্ধার
ফেনী প্রতিনিধি : ফেনীর একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিজ প্রতিষ্ঠানে যাবার পথে সাড়েRead More

বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের চেষ্টা , আটক ১
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী- নোয়াখালীর বেগমগঞ্জে‘ধর্ষণের শিকার হয়েছে’ তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। মঙ্গলবার (৮ ডিসেম্বর)Read More