ঢাকা : রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের পর এবার বনানীরই আরেকটি হোটেলে এক খ্রিস্টান তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মামলা হয়েছে। তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে বনানী থানার এসআই সোহেল সাংবাদিকদের কে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযুক্ত যুবক মাহমুদুল হাসান শাহীন ওরফে জুয়েল (৩০)। গত ১৭ নভেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই খ্রিস্টান তরুণীকে বনানীর হোটেল জাকারিয়া নিয়ে যায় জুয়েল। সেখানে রাতভর তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তাকে বিয়ে করতে না চাওয়ায় মেয়েটি থানায় অভিযোগ করেন।
এসআই সোহেল আরো জানান, ধর্ষিত ওই তরুণী তার পরিবারের সঙ্গে মিরপুরে থাকেন। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৭ নভেম্বর ধর্ষিত হয় মেয়েটি। এরপর জুয়েল কথামতো বিয়ে করার জন্য বারবার সময় ক্ষেপণ করেন। গত কিছুদিন ধরে ওই ছেলের কোনো খোঁজ খবর না পাওয়ায় মেয়েটি থানায় অভিযোগ দায়ের করেন