এম,তানভীর আলম :
রোববার সকালে এসআই/মোঃ সহিদুল ইসলাম পিপিএম, সংগীয় এএসআই/নন্দন চন্দ্র সরকার, কং/১২৩৩ স্বপন কুমার দে, কং/৬৫৮ মোঃ ইসমাইল হোসেন, কং/৬১৩ মোঃ কামাল উদ্দিন, কং/১০৮১ দয়াল কান্তি চাকমা, কং/১৫১৪ সাইফ উল্লাহ, কং/১০৬৭ আঃ হাই, কং/৬৭০ জ্ঞানময় চাকমা, কং/৩৯৮ মোঃ আব্দুল্লাহ, সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লাগণদের নিয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে, গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৫/১৭ খ্রিঃ তারিখ ভোর ০৫:৩০ ঘটিকারসময় চৌদ্দগ্রাম থানাধীন, কালিকাপুর, বাতিশা সাকিনস্থ নিউ অর্পিতা ব্রিকস ম্যানুফেকচারার ইটভাটায় পৌছা মাত্রই ইট ভাটার চুলার আশপাশে থাকা মাদকদ্রব্য ব্যবসায়ীরা পুলিশের উপস্থিটি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে আসামী (১) মোঃ শাহ্ আলম (২৫), পিতা- মৃত আঃ খালেক, সাং-ঘোষনগর@ নাজিরা বাজার, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, (২)মোঃ রুহুল আমীন (২৬), পিতা- মৃত কেরামত আলী, সাং-শব্দলপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, (৩) মোঃ শাকিল মিয়া (২০), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং-শব্দলপুর, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, (৪) মোঃ সোহাগ মিয়া (২৭), পিতা- মৃত ফিরোজ মিয়া, সাং- ঘোষনগর @ নাজিরা বাজার, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাগন সহ তাহাদের দখল ও হেফাজত হইতে উদ্ধার এবং জব্দকৃত আলামত (১) ৫০০ (পাঁচশত) বোতল ফেনসিডিল, যাহা ০২টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত, প্রতি বস্তায় ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল করিয়া, মোট(২৫০x২)=৫০০ বোতল ফেনসিডিল ও ৬০ (ষাট) কেজি গাঁজা, যাহা ০৩টি চটের বস্তায় রক্ষিত, প্রতি বস্তায় ২০ কেজি করিয়া মোট (২০x৩)=৬০ (ষাট) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা রুজু করা হইয়াছে।